সম্পন্ন হল দ্বীপ উন্নয়ন সংস্থা আয়োজিত চক্ষু চিকিৎসা শিবির। মহান ভাষা আন্দোলনের ত্যাগের চেতনায় ভাস্বর ফেব্রুয়ারী’র ২১ তারিখে অনুষ্ঠিত চক্ষু শিবিরটি পরিচালনা করে ঢাকার ভিশন আই হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকবৃন্দ।
‘অন্ধজনে দেহ আলো’ স্লোগানটিকে উপজীব্য করে আয়োজিত এ শিবিরে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয় প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে। একইসাথে সরবরাহ করা হয় প্রয়োজনীয় ঔষধ ও চশমা। সনাক্ত করা হয় ৪৭ জন নেত্রনালীর সমস্যাযুক্ত এবং ৫০ জন ছানীর সমস্যাযুক্ত রোগীকে। সনাক্তকৃত রোগীদের বিনামূল্যে নেত্রনালীর অপারেশন করা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। তাদেরকে প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হয় বিনামূল্যে। একই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছানী আক্রান্ত রোগীদের অপারেশন হচ্ছে ঢাকার দৃষ্টি চক্ষু হাসপাতালে।
দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন, ভিশন আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. সিদ্দিকুর রহমান এবং রোটারি ক্লাব অব ধানমন্ডির প্রেসিডেন্ট ইলেক্ট ডা. মনিরুল আলম।
চক্ষু শিবিরটি আয়োজনে সহায়তা প্রদান করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ভিশন আই হসপিটাল, রোটারি ক্লাব ধানমন্ডি সেন্ট্রাল, রোটারি ক্লাব মিডল্যান্ড ও লায়ন্স ক্লাব নোয়াখালী। বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপের দরিদ্র মানুষের পক্ষ হতে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।